ব্রীজ পেরুলেই দূরের আকাশ
অভিধান পেরিয়ে যে আকাশ অবাধ বিন্যাসে
এখানে দিগন্ত, তবু ব্রীজের পর ব্রীজ, আকাশের পর আকাশ–
নিপুণ বর্ণরেখায় সব সম্পর্ক…

কবিতার ক্যানভাসে কোনো রেখা থেমে থাকে না।

এ-ভাবে নদী বহমান ভেতরে-
প্রকৃতির জলে ধুয়ে যায় তুলির ফেনা

কেউ দাঁড়িয়ে থাকে না পাথরে