তোমার থেকে নদী নেই
এই বলে পৃথিবী হেঁটে আসে কেন্দ্র ও পরিধি পেরিয়ে।

ফুল আর ফলের দূরত্বে ঐ পাখিরাই মধ্যাহ্ন প্রকৃত
হাঁসবেলা। সোমারণ্যে ডাক এলে মায়ামৃগ
কাছে আসে; এবং দেখি

সোমবারে পাখিরা একা একা ওড়ে হরিণে।