রাজপথ শক্ত হয় মাটি থেকে উঠে গেলে।
এবং রাজপথ শক্ত হয় স্বাভাবিক পেশীর অধিক;
যেন শক্ত হতে হয় শক্তি ও সংসদের দিকে
এইসব পৃথিবীর রাজনীতি ধড়ে ধরে!
দেখি— অনেক কাদা পাথর হয়ে যায় অবশ
রাজপথে মিশে—
অথচ, কবিতার পথে যারা থাকে, জানে—
জলের শব্দে হাসে মৃন্ময়ীর নরম আকাশ।