মানুষ কি অভিধানে ঢুকে পড়েছে! পৃথ্বী?
ইথারে ইথারে কাঁটাতারে ওঁৎ পেতে আছে রাষ্ট্র?
আর এখনো ঈশ্বর!
ওঁৎ শব্দটা শরশর করে ঢুকে পড়ে ঘরে। কালগোখরা!
সে তুমি খাটে কিংবা মাঠে—কম্পাঙ্ক ধরে আতঙ্ক
ভেতরে হাঁটছো নীল গোখরায় বহুকাল হতে পারছো না
একা! রাষ্ট্র আর ঈশ্বরে অক্টোপাস অক্টোপাস অভিধানে
বেরুতে পারছো না! তবে কি জলে
উঠে এসেছে এ পাড়া !