সে কবিতা লেখে; আর
পৃথিবী ভাগ হয়ে যায়
পায়ে পায়ে।
:
বিন্যস্ত গ্রহগ্রন্থগুলো হেঁটে হেঁটে
ঘরে ফিরেই পান করে সে
জ্যোতির্ময় জল।
:
ফুলের আগেই ফোটে আলো—
ঘন দেয়াল কিংবা কব্জি ধরে ঘড়ি
সরলরেখা;
শুধু জ্যামিতি-কলায়
আমাদের হরিণ আর বাঘেরা
জলে নেমে যায়।