যে প্রেমিকারা কলম দিয়েছিলো
বেঁচে আছে বুকের মধ্যে, নীরবে। কবি জানে—
তারা বেঁচে থাকে, নক্ষত্রের ওপারে;
যারা মরতে চায়, মরে যায়—
দেয়ালে দেয়ালে বিছানায়
গড়াগড়ি খায়।
কবির ভাবনায় খুঁজে চলি তার
মহানাক্ষত্রিক শীৎকারজল।