শাহবাগে যাই অথচ গোলাপ হয় না—
চারুকলার গেটে হেঁটে হেঁটেও অনেক শব্দ বসে থাকে
অনুচ্চারিত! পাতাঝরা সময়ের এ ঘরদুপুরে আড়ালের আকাশ খুঁজে খুঁজে
ছবির হাটে চলে যায় কেউ কেউ;— এক ফাঁকে ঢেলে দেয়
ভেতরের অদম্য রোদ;— বোধ ভরে পান করে সে সব এইসব মৃন্ময়ী;—
না, ফুল থেকে ঝরে যায়নি প্রয়োজন— এখনো অনেক দূরে
সাদা সহবাসের আয়োজন।
শাহবাগের দিকে যাচ্ছি— মৃন্ময়ী গোলাপ থেকো কাঁটাবনেই
অষ্টব্যঞ্জনের ঘ্রাণ ভরে ফিরে যাবো শান্তিনগর ধরে বনশ্রী।
❑❑