একটি কয়েন পড়ে আছে পথে আসা-যাওয়া পথিকের জলের ধারে
হেঁটে হেঁটে এ পথে এই রাত বেরিয়ে আসা ভোর সোনা রুপা ফেলে
কয়েন-চোখে চলে যায় বিন্যাসে রক্তাভ ঢেউয়েরা তবু হেঁটে চলে
এইসব পথ কয়েনে সিলভার জীবন পড়ে থাকে নীল
আকাশের নিচে হাতে তুলে দিই তারে আমি
থ সে— মাটি জন্ম তার মাটিই ক্ষয়