ঘড়ি একা
অথচ যুগলের ছবি আঁকে তুলি— সমুদ্রের পাশে
উথলে ওঠার যেরূপ উচ্ছ্বাস তার বেজে চলা
রাতের ছায়া এইসব কারুবাসনা, জীবনানন্দ—
সেও এক সেই একক ঘড়ির রৌদ্রমান ফসল— ভেতরে
পৃথিবীর গতিদ্বয় অস্থির—আমাদের দু'পারের নদী
ঘাস থেকে আকাশ শ্বাস করে বসবাস— ঘণ্টারা
সেকেন্ডের ঘরে কেঁপে কেঁপে যায় :
ঘড়ি একা—
এরকম ঠিক সময়ের শূন্যে গেঁথে-থাকা
এক রংবিলাসী রেখা