গন্দম পান করতে চাও
অথচ রংধনু আর জানো না রামধনু ঠিকুজি

এভাবে ঢের
দূরের পাহাড় টিলা হয়ে যায় চায়ের কাপে

গন্দম নয়, কবিতায় হাসে তরঙ্গ রস