তুমি কেন আমায় করলে খুন?
কেন বাঁচাতে দিলে না,
আরও দশটা মিনিট?
দিলে না পূরন করতে আমার
অন্তিম ইচ্ছে?

আবারো জন্মাতে যে হবে আমায়
পূরন করতে হবে সব অপূর্ণতা।
ভাবতেই তো লাগছে ভীষণ ভয়.....
আবার সেই একঘেয়ে জীবন....
অ আ শেখা,
সাইকেল চালানো, সাঁতার
শিখতে হবে যে
আরও কত কী??
জানতে যে হবে আবারো
হাজারো বিরক্তিকর প্রশ্নের
ক্লান্তিকর সব উত্তর!

বৃষ্টিতে ভিজে আবারও
ভুগতে যে হবে জ্বরে।
খেতে হবে কত অজস্র প্রহার,
বড় আর বন্ধুদের হাতের।
আবারো ভাঙা হাত ঝুলিয়ে স্লিংয়ে
হাঁটতে হবে পথে পথে,
সইতে যে হবে কত
বিদ্রুপ আর উপহাস!
কাটাতে হবে আবার
সময় গুলো হতাশাতে।

এরপর আবারো আমায়
মরতে হবে তোমার হাতে।
তবুও জন্ম নিব যতবার;
ভালবাসবো তোমায়, এই আমি আবার;
বারেবার তোমার হাতে-
খুন হওয়ার জন্যে,
অনুসৃতা।