দেহের পাখি উড়ে গেলে
বৃথাই আকাশ খোঁজা
ধন হারিয়ে নিঃস্ব হলে
বাড়ে ঋণের বোঝা।
পারের কড়ি ষোল আনা
দিয়েছে বিধাতা
ভুল খরচে বছর শেষে
শূন্য লাভের খাতা।
আনন্দ উৎসবের মাঝে
ধন হারালাম বৃথা কাজে
উলট পালট কেনা কাটায়
ভুল অংকের পাতা।
মিথ্যা মোহের বিনিময়ে
আঘাত পেলাম বুকে
মনের কথা কেউ বোঝেনা
মন্দ বলে লোকে।
আগের মত কাছের মানুষ
কয়না প্রাণের কথা
চক্ষু এখন তুলাই নদী
বহে খরস্রোতা।
""""""""""""""""""""""""
০২ জুলাই ২০২০
বিরল,দিনাজপুর
বাংলাদেশ।