কত পাখি গান করে ভোরের সকালে
ডাকে যে দোয়েল,
পাখিদের কলরবে ঘুম থেকে জাগি
ময়না কোয়েল।
ধান শালিকের দেশে চারিদিকে ভরা
সবুজ পাথার,
তবু মনে পড়ে যায় বেদনার গীতি
রিক্ত ও ব্যথার।
সবুজ বনের টিয়া গান গায় একা
আকাশের বুকে,
ধবল বক উড়ছে বিলে ঝাকে ঝাকে
কেউ মরে ধুকে।
পানকৌড়ি জলে নেমে ডুবে আর উঠে
খাদ্যের আশায়,
কখনও বা ফাঁদে পড়ে পারে না উড়াতে
নিজের বাসায়।
ডাহুক পুচ্ছের তালে অতি বেগে চলে
ব্যস্ত থাকে কাজে,
নেচে নেচে পথ চলে এক-সাথে
কানে সুর বাজে।
নাম না জানা কত যে পাখি আছে দেশে
ডাক শুনি ভোরে,
মৃদু রসে ঠান্ডা বায়ু যবে যায় বয়ে
নিজ ঘর-দোরে।
কৃষক মাঠের কাজে থাকে ব্যস্তময়
হাল-চাষ করে,
সোনার ফসল তোলে পরিপক্ব হলে
নিজ নিজ ঘরে।
পেশাজীবী আছে যারা কাজ খুঁজে ঘুরে
অন্নের যোগানে,
দিন শেষে বাড়ি ফিরে কিনে নেয় কিছু
বাজারে দোকানে।
ভাটিয়ালি সুরে মাঝি বৈঠা বায় না'য়ে
দিবারাত্র কাটে,
পারাপার করে লোক বিনিময়ে কড়ি
নেয় শুধু ঘাটে।
লাল সবুজের দেশ এই জন্মভূমি
প্রিয় বাংলাদেশ,
ভালবাসা আছে ভরা আকাশে বাতাসে
রূপ তো অশেষ।


---