গুরু বলি যারে আমি
সেই করে দিল পর,
সাহিত্যের এ সাধন
শিখে গেছি বেঁধে ঘর।
নিশাচর পাখি উড়ে
একাকী আকাশ বুকে,
আজ আমি বড় একা
সব প্রেম গেছে চুকে।
যেমন চাতক পাখি
একদৃষ্টে চেয়ে থাকে,
তাই পথ চেয়ে আছি
ভালোবাসি আমি যাকে।
প্রতি রাতে দ্বীপ জ্বেলে
প্রহর কেটেছে কত,
আমার গুরু পাষাণ
বুঝেনি মনের ক্ষত।
দিতে পারিনি প্রমাণ
ভালোবাসা প্রতিদান,
ভুল বুঝে দূরে আছে
নিয়ে শত দুঃখ প্রাণ।
ক্ষমা চাই আজ আমি, তবু আমা কাছে দামী,
ক্ষমা করে নাও বুকে, কাটাবো জীবন সুখে।
২৯ জুন ২০২০
দিনাজপুর, বাংলাদেশ।