কে তুমি
রোমান হোসাইন
কে তুমি মানুষ?
কোথা থেকেই বা তুমি এসেছো?
কি তোমার পরিচয়?
আর কোথায় বা যাবে তুমি?
আমি বলি তুমিতো সেই
যে আঠারো হাজারে শ্রেষ্ঠ
তোমার মঞ্জিল তো মাকামে
মাহমুদ তুমি তো খালিদ -ওয়ালিদ
আর ওমরের বংশধর তোমার নেই
কোনো ক্লান্তি নেই কোনো ভয়
প্রভুর রাহে তুমি থাকো নির্ভয়।