বৃথা স্বপ্ন মাত্র
রোমান হোসাইন

যে সমাজে প্রতিনিয়তই ছেলের হাতে বাবা, গর্ভধারিণী মা, ভাইয়ের হাতে ভাই কিংবা প্রতিবেশীর হাতে নিহত হচ্ছে প্রতিবেশী! যে সমাজে প্রতিটি খিয়ানাতকারী পরম আমানতদারীতার পরিচয় নিয়ে ঘুরছে!

যেখানে নারীর গায়ে আজ পুরুষের পোষাক, যেন আইয়ামে জাহিলিয়াত  যেখানে ছোটলোকের দল মত্ত অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায়! যেখানে সুদ হয়েছে ফরজ! যিনা হয়েছে সহজ! ব্যাভিচার হয়েছে কালচার আর হালাল হয়েছে হারাম! জাতীয় নেতা হয়েছে অযোগ্য।
আমরা কি এই সমাজে নিজেদের পরিবর্তন না করে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখি।  না এ স্বপ্ন আমাদের অর্থছীন মাএ এর কোনো ভিওি কি আছে।