হেটে যাই, বাঁকা
পথের সোজা
রাস্তায়; পিচের
আগেও আধ-
পাকা মেঠো
প্রান্তর ছুঁয়েছি
সহস্র চন্দ্র আগেও
চাতক রূপে শুকেছি
সূর্যাস্তের ঘ্রান!
এলোমেলো বোধ
তাপদাহের জৈষ্ঠ্য
বদলে ফাগুন
জ্বালায়; লাভা
ঝরায় আগুনী-
আবেগে
যোগিনীর বাঁশি
হারানো সুরে
সম্বিৎ ফেরায়-
উপত্যকা ছেড়ে
ভূত-ভবিষ্য-
কাল হয়ে ছুটি
বয়ে চলা সেই
নিত্য পরিসীমায়.............
(২৪-০৫-২০১৫)