বরফ গলে পানি হয়
প্লাবনে সাগর
জাগে
কানায়-কানায় থই থই
জলজ প্রাণ; রূপে মুগ্ধ
উঁচু পাহাড় হাতছানি দেয়
আমার 'তুমি' কোথায়?কই?

প্রপাত বেয়ে ফেনিলধারা
কলকল বয়; সবুজ ছোঁয়-
জল তুমি-মহামায়া
হ্রদয়ে জ্বলো; জ্যোতির্ময়...!


(১৬-০১-১৬)