দখিনা জোছনার
ভরা বাতাসে
জেগে ওঠে নদী
ভরে যায় প্রাণ!
খরা-ধরা আকাশের
মেঘলা মাটিতে
তুমি বয়ে চলো
অচেনা গান...
মাথায় ঘুরে; কলমে
আসতে গিয়েও
আসেনা ছোট বেলার
সেই সোনালী পোকার
উজ্জ্বলতার ইতিকথা-
ছেলেবেলার প্রিয়
ছড়ার দু'লাইন-ই
চলুক তবে,কি বলো??
"...এক যে আছে মজার দেশ
সবরকমে ভালো
রাত্তিরেতে বেজায় রোদ
দিনে চাঁদের আলো...! "