গতির সাগরে ভেসে যাই
পথমাঝে ধীর-স্থিরতাও
আমায় স্তব্ধ করে পিছে-
প্রাণোচ্ছল চায়ের চুমুক
সাবলীল সিগারেটেও সুর
আসে; মুখরিত আড্ডায়
বিন্দু বিন্দু কথামালার ঝংকার
শিল্পবোধে শিহরিত করে
অচেনা মুখেও খুঁজে পাই
নিজেকে; আবেগ-ভালোবাসায়।
বিজ্ঞানের ছুটন্ত
কণাবেশে ছুটে-ফিরে
ধানসিঁড়ির ঘ্রাণ পাই!
এ-তো নিজস্বতা; সবার
মাঝে আমি,আমাতেই সবাই
মায়াভরা রৌদ্রস্নাত ভূমির
আপন অস্তিত্ব, জেনে রেখো-
এসেছিলাম; আসবো
সমবোধে ভাসবো..........