ভালোবাসি ভালোবাসি
ভীষণ ভালোবাসি,
ভয় ভেঙে ভালোবাসার ভেলায় ভাসি।
ভালোবাসাতো ভরসা, ভক্তি
ভীষণ ভালো ভালোবাসার ভিত্তি।
ভেবোনা ভক্ষক, ভন্ড
ভেবোনা ভিলেন, ভাঁওতাবাজ
ভেবোনা ভুলবো,
ভুল ভাঙ্গিয়ে ভালোবাসায় ভিজাবো।