ভালোবাসা আছে বলেই এখনো খুঁজি
ভালোবাসা আছে বলেই আছি আশায়,
ভালোবাসা আছে বলেই ধরেছি বাজি
ফিরে এসে আমায় জড়াবে ভালোবাসায়।
ভাঙবো না বিশ্বাস বলছি সোজাসুজি
মায়ার বাঁধনে জড়িয়ে নাও আমায়,
তোমার ভালোবাসা পেলে হবো যে ধন্য
রেখেছি যে মনে জায়গা তোমারি জন্য।