ভালবাসি যে তোমাকে
কেন তুমি বোঝনা,
তোমার মনের ঘরে
জায়গা দাও না মোরে
বিশ্বাস ভাঙবোনা।

রাখবো তোমায় বুকে
হারাতে যে দিবোনা,
ধরেই রাখবো হাত
আসুক যত আঘাত
কখনো ছাড়বোনা।

তোমায় ছাড়া অন্যকে
কখনো যে ভাবিনা,
তুমি আমার স্বপ্ন
তোমাতে আছি মগ্ন
তুমি আমার সাধনা।


--------------------------------------------
**কৃতজ্ঞতা জানাই প্রিয় কবি অনন্য আমিনুলকে, যিনি এই কাব্য কাঠামো উদ্ভাবন করেছেন।


**ত্রিমিল সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।