তুমিহীনা প্রতি রাত কাটে শূন্যতায়
তুমিহীনা কিছুই লাগেনা আর ভালো,
কোথায় হারালে তুমি কেড়ে সব আলো
জীবনটা ছেয়ে গেছে যে বিষন্নতায়।
হারিয়ে তুমি, আছো কোন অজানায়
নিরস জীবনটা আজ বড় এলোমেলো,
তুমিহীনা প্রতি রাত কাটে শূন্যতায়
তুমিহীনা কিছুই লাগেনা আর ভালো।
ফিরে এসো হে প্রিয় মনের আঙ্গিনায়
শূন্য জীবনে প্রেমেরই প্রদীপ জ্বালো,
রাখবো আগলে তোমায় ভালবাসায়
তুমিহীনা জীবন যে বড় অগোছালো।
তুমিহীনা প্রতি রাত কাটে শূন্যতায়
তুমিহীনা কিছুই লাগেনা আর ভালো......