তুমি নেই বলে
মনের আকাশে আজ-
ঘন কালো মেঘেরা করেছে ভর।
বজ্রপাতেরা করে চলেছে উদ্দাম নৃত্য
অঝোর ধারায় বৃষ্টির ফোঁটা
চোখের পানি হয়ে ঝরছে।
তুমি নেই বলে
মনের উন্মত্ত নদীতে উত্তাল ঢেউ
অনবরত আছড়ে পড়ছে কিনারে
অজানার উদ্দেশ্যে ভাসিয়ে নিবে বলে-
সাজানো হয়ে গেছে মঞ্চ।
তুমি নেই বলে
ভাবনাগুলো আজ বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত
অনুভূতিতে জমেছে ধুলো
ছিলে তুমি বর্তমান, ভবিষ্যৎ
কিন্তু কেমন করে এক লহমায়-
অতীত হয়ে গেলে।
তুমি নেই বলে
হৃদয়ে আজ তীব্র রক্তক্ষরণ
বুকের ভিতর নেই কোনো তোলপাড়
তোমার স্মৃতি করি রোমন্থন
নিজের প্রতিবিম্ব, ছায়া করছে উপহাস
বিষাদে ছেয়ে গেছে আমার পৃথিবী।
তুমি নেই বলে
পাখির কিচিরমিচির আর শোনা হয়না
বৃষ্টি দেখে হয়না মন উৎফুল্ল
কবিতায় পাইনা খুঁজে নতুন ছন্দ
পূর্ণিমার আলোতেও দেখি ঘোর অমাবস্যা।
তুমি নেই বলে
নতুন স্বপ্ন দেখতে লাগে ভয়
প্রহরগুলো যে আজ নিস্তব্ধ, নিঃশব্দ।
দুঃস্বপ্নের মায়াজালে আছি জড়িয়ে
দিগ্বিদিক হাহাকার আর শুন্যতারা করছে বিরাজ।
তুমি নেই বলে
আজও আমি বড় একা
কিন্তু এক মুহূর্তের জন্যেও ভুলিনি তোমায়!
কি করে ভুলবো?
স্মৃতির দেয়াল জুড়ে যে তোমার ছবি
এখনো চেয়ে থাকি পথপানে
তুমি ফিরে আসবে বলে।
কিন্তু তুমি যে আসছো না!
কভু যদি আসো ফিরে-
ভালোবাসার কফিনে দু'টো গোলাপ দিয়ে
শেষ বিদায় জানিয়ো।