তুমি আমার প্রেম, তুমিতো আমার ভালোবাসা,
অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে তোমার কাছে আসা,
তোমাতেই দেখি স্বপ্ন, তোমাতেই বুনি শত আশা,
তোমাতেই খুঁজে পাই যে আমি জীবনের ভাষা।
তুমিতো আমার বিশ্বাস, তুমিতো আমার ভরসা,
হয় যে খুশি, যদি শুনি তোমার মুখে আমার প্রশংসা,
চাই শুধু তোমার ভালোবাসা, কমবেনা কভু পিপাসা,
চাইনা সম্পত্তি, শুধু তোমায় পাওয়ার লোভ-লালসা।
থাকবেতো চিরজীবন সাথে, অন্তরের জিজ্ঞাসা,
তুমি ছাড়া সবই যে অন্ধকার, সবই ধোঁয়াশা,
হারাই যদি তোমাকে, ঘিরে ধরবে যে হতাশা,
ঘিরে ধরবে আমায় একাকীত্ব, হবো যে কোণঠাসা।
সত্যিকারের ভালবাসি তোমাকে, ভেবোনা তামাশা,
ছেড়ে যেওনা কভু, নিওনা এমন সিদ্ধান্ত সর্বনাশা,
তাহলে জীবন হবে দুর্বিষহ, নেমে আসবে যে দুর্দশা,
ছেড়ে যাবে না তুমি কখনো, এটাই আমার প্রত্যাশা।