তাহারেই মনে পড়ে,
চোখে আমার অশ্রু ঝরে।
অজান্তেই কেঁদে ফেলি,
কান্না রাখতে পারিনা ধরে।
হয়ত বা তাকে ভুলব না,
ভুলতে পারি না।
কি কারণে এটি হয়,
তা নিজেই জানি না।
চক্ষু মুদলে সে,
খুললেও সে।
চিরকাল যাবো মনে মনে,
তাকে ভালবেসে।
সে ছিল আপনজন,
ছিল ভালবাসা।
একটা ভুলে নিভে গেল
মনের সকল আশা।
ভুল বুঝল সে,
ভাঙল না তার ভুল।
আমৃত্যু এভাবেই,
দিতে হবে মাশুল।