সুখ খুঁজি আমি, করি সুখের সন্ধান,
হারিয়েছি যে তাহারে দুঃখের বন্যায়;
পাচ্ছিনা খোঁজ হচ্ছেনা কোন সমাধান।

সুখটা হারিয়ে, আছে কোন অজানায়,
হয়েছি যে হয়রান খুঁজতে খুঁজতে,
পাবোনাতো মনে হয় এই অবেলায়।

তবে কেটে যাবে দিন কি বিষণ্ণতাতে?
সুখের কি কখনোই পাবোনাতো দেখা?
আর কত যে পুড়বো দুঃখের অগ্নিতে।

জীবনের নয়া ছন্দ হচ্ছেনা যে লেখা,
সুদূরে মিলিয়ে গেছে যে পংক্তিমালা;
সোজা পথ বেঁকে গিয়ে হলো বক্ররেখা।

আসলে সে ফিরে, হবে নয়া পথ চলা;
আসবে যে ভোর, নিয়ে সুখেরই মেলা।

--------------------------------------------

**অন্ত্যমিল- কখক খগখ গঘগ ঘঙঘ ঙঙ।


**তের্জারিমা সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।