মাথার ঘাম পায়ে ফেলে,
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে,
গড়ছে সুউচ্চ দালান অট্টালিকা।
উপর তলার মানুষ তোমরা
বসে আছো উপর তলায়,
ভাবছো তাদের পিপীলিকা।
দিচ্ছোনা তাদের মর্যাদা
দিচ্ছোনা ঠিকঠাক মজুরি,
গড়িমসি কেন তোমাদের
কিসের এত বাহাদুরি?
শ্রমজীবী মানুষ তারা
শ্রমের বিনিময়ে নেয় পারিশ্রমিক,
সবকিছুতে উদার তোমরা
তাদের বেলায় কেন পাশবিক?
তোমরাও মানুষ তারাও মানুষ
এটাই চিরসত্য,
কিন্তু হয়ে গেছো পশু তোমরা
হারিয়ে মনুষ্যত্ব।
শ্রমজীবী মানুষেরা, দিচ্ছে পরিশ্রম
ঘুরাচ্ছে অর্থনীতির চাকা,
তোমাদের মতো মানুষদের জন্য
পড়েছে তাদের কৃতিত্ব ঢাকা।
কোট, প্যান্ট, শার্ট, টাই পড়ে
সেজে আছো ভদ্দর লোক,
পাশবিকতা ছেড়ে মানবিক হও
শুভ বুদ্ধির উদয় হোক।
মিডিয়া, টেলিভিশন, পত্রিকায়
দিচ্ছো বড় বড় লেকচার,
কাজের বেলায় শুভংকরের ফাঁকি
দিচ্ছোনা তাদের অধিকার।
দেশের সম্পদ, দেশের রত্ন
আমাদের চারপাশের শ্রমজীবী,
ফিরিয়ে দাও তাদের অধিকার
ওহে দেশের গলাবাজ বুদ্ধিজীবী।