এই দেহে যতদিন আছে প্রাণ, সততা নিয়ে বাঁচবো
সত্যকে করবো মনে লালন-পালন, মিথ্যাকে ছাড়বো
সততা একটি শক্তি
সততা মিলাবে মুক্তি
সততার জয় অবিশ্যম্ভাবী, সত্যকে বাঁচিয়ে রাখবো।

--------------------------------------------
“ সততা খুবই দামী একটি উপহার। তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না! ”
<ওয়ারেন বাফেট>