জন্ম থেকে যেটি শুরু,
যার নামে বুক করে দুরু দুরু।
সে হলো বাস্তবতার কঠিন শিক্ষা
আর কোনোটি নয়, সেটি পরীক্ষা।
সনদ অর্জনে পরীক্ষা
জীবনে সার্থক হতে পরীক্ষা।
প্রেমে প্রয়োজন পরীক্ষা
ধন-সম্পদ অর্জনেও পরীক্ষা।
জীবিত থাকতে পরীক্ষা
মৃত্যুর পরেও পরীক্ষা।
জীবন সাজাতে পরীক্ষা
জীবন বাঁচাতেও পরীক্ষা।
জ্ঞান আহরণে পরীক্ষা
খেলাধুলাও আছে পরীক্ষা।
মান-সম্মান অর্জনে পরীক্ষা
পুরো দুনিয়াটাই পরীক্ষা।