লোভে পাপ পাপে মৃত্যু সকল মানুষই জানে
তাও হারায় হিতাহিত জ্ঞান লোভেরই টানে
চাওয়া যে ধন-সম্পদ, উপাধি
মেটেনা তেষ্টা না পাওয়া অবধি
মনুষ্যত্ব বিসর্জনে সর্বনাশই ডেকে আনে।