সময় চলে যায়
নদীর স্রোত বয়ে যায়,
ক্ষনিকের পৃথিবীতে মানুষ
কেন আপন হয়ে যায়?
আপন হয়েও মানুষ
বিশ্বাসঘাতকতা কেন করে?
সাজানো স্বপ্নগুলো ভেঙ্গে যায়
এক নিমিষের ঝড়ে।
আপন ভেবেছিলাম যাকে
সেতো আসলে স্বার্থপর,
স্বার্থের টানেই হয়েছিলো আপন
স্বার্থ ফুরাতেই নেয়না খবর।
করেছিলাম বিশ্বাস প্রচন্ড
দিলোনা তার মর্যাদা,
ছুরি বসালো সুযোগ বুঝেই
ভঙ্গ করলো দেয়া ওয়াদা।
সাজানো স্বপ্নগুলো আমার
আজ ভেঙ্গে হলো চুরমার,
প্রকৃতির প্রতিশোধে পুড়বে একদিন
থাকবেনা কেউ বাঁচাবার।