সময়ের কাজ করতে হবে সময়ে, না হলে সময় বয়ে যাবে নদীর স্রোতের মতো!
হারানো সময় ফিরবে নাতো আর, কোন কিছুর বিনিময়ে হবে না তা পুনরুজ্জীবিত;
সময় যে অমূল্য সম্পদ, সময় বড়ই মূল্যবান,
সময়ের সদ্ব্যবহার সফলতার প্রথম সোপান,
সময়ের সদ্ব্যবহার ঠিকঠাক করলে, জীবন হবে সার্থক, সুন্দর আর উন্নত।