(১) বাবা
---------------------------
বাবা কতদিন হলো দেখিনা তোমায়
দুঃখের অকুল পাথারে ভাসিয়ে আমায়
হারালে তুমি কোন অজানায়।

(২) মা
---------------------------
মা নেই যার ঘরে
থাকে সে অনাদরে
কাটে তার দিন শূন্যতা-হাহাকারে।

(৩) ভালোবাসার মর্যাদা
---------------------------
ভালোবাসার মর্যাদা দিলেনা তুমি আমার
ভালোবাসার বদলে করলে শুধু দুর্ব্যবহার
ভালো না বেসে করলে নিজ স্বার্থে ব্যবহার।

(৪) সুন্দর একটা মন
---------------------------
খুঁজি একটা সুন্দর মন
করবো তাকে প্রিয়জন
থাকবে হৃদয়ে সারাটি জীবন।

(৫) আমার স্বপ্ন তুমি
---------------------------
তোমায় নিয়ে ভাবি আমি, তুমিতো আমার স্বপ্ন
তোমাতে করি বাস, তোমাতেই থাকি মগ্ন
থেকো তুমি শুধুই আমার, করো না কভু হৃদয় ভগ্ন।

(৬) দুজন দুজনার
---------------------------
তুই শুধু আমার, আমি শুধুই তোর
ডুবে থাকি দুজনে, না ভাঙ্গুক ভালোবাসার ঘোর
থাকুক সর্বদা মজবুত, দুজনার ভালোবাসার জোর।

(৭) পোড়ামন
---------------------------
শত জ্বালা সইতে সইতে পুড়ে গেছে মন
ভেঙে গেছে সম্পর্ক, ছিঁড়ে গেছে বন্ধন
প্রাপ্তি নেই কিছুই, শুধুই বিসর্জন।

(৮) প্রাক্তন
---------------------------
ছিলে তুমি বর্তমান ভবিষ্যৎ, কিন্তু এক লহমায় হয়ে গেলে প্রাক্তন
বেঁচে আছি একা হয়ে করে স্মৃতি রোমন্থন
জানিনা ছিলো কি ভুল, ভাঙলে কেন তুমি বন্ধন?

(৯)অবুঝ মন
---------------------------
অবুঝ মনটা বুঝতে কেন চায়না
তোমার পৃথিবীতে আমি যে বড্ড অচেনা
ভুলে যেতে চাইলেও ভুলতে যে পারিনা।

(১০) ভুলে যাচ্ছি
--------------------------
ভুলে যাচ্ছি তোমাকে, ভাবিনা তোমায় নিয়ে আর
উঠছিনা আর ভয়ে আঁতকে, তোমাকে হারাবার
সেরে যাচ্ছে অসুখটা, ক্ষণে ক্ষণে মনে পড়ার।