(১) হৃদয়হীনা
---------------------------
বুঝিনি তোমার ভালোবাসার অভিনয়, বুঝিনি তোমার ছলনা,
আমার ভালোবাসাকে করলে কেন অপমান, হে হৃদয়হীনা ললনা?
(২) ভুল সবই ভুল
---------------------------
ভুল সবই ছিল ভুল, তোমাকে নিয়ে দেখা স্বপ্ন গুলো,
নিদারুণ কষ্টে আজ ,না বলা অনুভূতিতে জমেছে ধুলো।
(৩) অনুপস্থিতি
---------------------------
আমার অনুপস্থিতি, হয়তো তোমায় কোন একদিন ভাবাবে,
অনুতাপে পুড়বে তুমি, সত্যিকারের ভালোবাসার অভাবে।
(৪) অভিযোগ
---------------------------
নেই কোন অভিযোগ, রয়েছে শুধু বুক ভরা ভালোবাসা,
তবুও করি বিশ্বাস, নিভে গিয়েও হাজারো আশা।
(৫) সময়ের উপহার
---------------------------
আলো হয়ে জীবনে এসেছিলে, ভেবেছিলাম সময়ের উপহার,
তবে কেন চলে গেলে একলা ফেলে, করে জীবন অন্ধকার?
(৬) তুমি আসবে বলে
---------------------------
তুমি আসবে বলে, আজও রেখেছি খোলা আমার মনের দুয়ার,
ফিরে পাবার ভাবনায় মনে খুঁজে পাই প্রশান্তির জোয়ার।
(৭) অভিমানী মন
---------------------------
অভিমানী মন, কখন কি যে ভাবে সারাক্ষণ,
তোমার ফেরার প্রতীক্ষায় মনে জাগে শিহরণ।
(৮) ধূসর সময়
---------------------------
ধূসর আমার রঙিন স্বপ্নগুলো, ধূসর হল সময়,
বাস্তবতার ভিড়ে হারিয়ে তোমাকে, হলো প্রেমের পরাজয়।
(৯) হঠাৎ দেখা
--------------------------
থমকে দাঁড়ালাম আমি হঠাৎ দেখে তোমায়
এতোকাল পরেও উঠলো তোলপাড় শিরা-উপশিরায়।
(১০) কেমন আছো?
--------------------------
কেমন আছো তুমি, আমাকে ছেড়ে গিয়ে?
অবেলায় কেন নিয়ে গেলে ভালোবাসাটাকে ছিনিয়ে?