(১)
হারানো দিন
ফিরে পাবোনা আর
ছিলো রঙিন
স্বপ্নের সমাহার
ভেঙে যে চুরমার।
(২)
তোমাতে আমি
ছিলাম যে বিভোর
অনেক দামি
সম্পর্কের কবর
দিয়ে হলে যে পর।
(৩)
তোমায় ঘিরে
আশা ছিলো যে শত
নষ্ট অঙ্কুরে
অন্তরে হলো ক্ষত
বিষাদ অবিরত।
(৪)
অন্যের বাস
তোমার পৃথিবীতে
দেয়া আশ্বাস
ভাঙলে অজুহাতে
পারিনি যে বুঝাতে।
(৫)
তোমার মন
জুড়ে আছে যে অন্য
আমি তখন
শুধু তোমারি জন্য
হয়ে আছি যে শূন্য।
(৬)
তোমার কথা
ভাবি আমি যখন
হৃদয়ে ব্যথা
পাই আমি তখন
হলেনা যে আপন।
(৭)
তোমার স্মৃতি
আজো ভুলিনি আমি
মনে আকুতি
ফিরে আসলে তুমি
ছাড়বো পাগলামি।
(৮)
আড়াল করে
কষ্ট আর যাতনা
রেখেছি ধরে
তোমাকেই ললনা
কখনো হারাবেনা।
(৯)
হাজার বার
তোমাকে আমি চাই
তুমি আমার
মনে নিয়েছো ঠাঁই
হারাবেনা যে তাই।
(১০)
আসবে ফিরে
তুমিতো একদিন
রেখেছি ধরে
আশা বিরতিহীন
হোক যত কঠিন।