(১)
জয় করবো আমি
তোমার মন,
সর্বদা পাশে থেকে
রবো আপন।

(২)
এড়িয়ে আমি আজ
সবার দিঠি,
তোমার ঠিকানায়
দিয়েছি চিঠি।

(৩)
দেখি আমি যখন
তোমার মুখ,
হৃদয়ে দেয় দোলা
অন্তরে সুখ।

(৪)
তোমায় নিয়ে ভাবি;
আমি সর্বদা,
ভুলনা কভু, রেখো
দেয়া ওয়াদা।

(৫)
সন্ধ্যা নামার আগে
হারালে তুমি,
অসময়ে আঁধারে
ডুবেছি আমি।