**শুধু তোমারই জন্য**
কত রাত কাটিয়েছে আমি নির্ঘুম
কত দিন গুনেছি আমি, নেই মালুম।
শুধু তোমারই জন্য
তোমার অপেক্ষায়
তোমার প্রতিক্ষায়।
কত ঝড়-ঝঞ্ঝাকে করেছি আমি কুপোকাত
কত সয়েছি আমি কাঁটার আঘাত।
শুধু তোমারই জন্য
পেতে তোমার ছোঁয়া
পেতে তোমার স্পর্শ।
কত অজানা বিপদের বিরুদ্ধে আমি লড়ি
কত ক্রোশ-পথ দিয়েছি আমি পাড়ি।
শুধু তোমারই জন্য
দেখতে তোমার হাসিমুখ
হৃদয়ের অনাবিল সুখ।
কত রচেছি কাব্য আমি তোমারি তরে
কত বুনেছি স্বপ্ন আমি তোমাকে ঘিরে।
শুধু তোমারই জন্য
তোমাকে শোনাবো বলে
করবো সম্মোহিত কথাচ্ছলে।
শুধু তোমারই জন্য আমার এতসব আয়োজন
ভালোবাসি তোমাকে, তোমাকেই জীবনে প্রয়োজন।
থাকবে হয়ে প্রিয়জন
আমার হৃদয়ে সারাটি জীবন।
**অপেক্ষা**
গভীর রাত, শুনশান নিরবতা।
একলা জেগে আমি
অপেক্ষারত,
নতুন ভোরের, নতুন আলোর।
দিশেহারা জীবনের অন্ধকার কেটে যাওয়ার
অপেক্ষায়।
চেয়ে আছি তীর্থের কাকের মত,
হয়তো বেশি সময় আর নেই ভবে।
বিলীন হবো অজানায়।
এই রাত কখনো পোহাবার নয়,
ভোরের আলো দেখা হবে না আমার।
অপেক্ষার প্রহরে পিষ্ট আমি।
হয়তো ভোর হবে,
নতুন সূর্য উদয় হবে।
কিন্তু দেখা হবে না আমার,
রাত্রির বিষণ্নতায় হারিয়ে যাবো।