**শেষে এসে অবশেষে (লিমেরিক)**
----------------------------------------------
মায়াবী মুখের সুন্দর হাসি দেখে পড়লাম আমি তোমার প্রেমে
তোমার ভালোবাসার চিন্তায় বাকি সব আমার রয়েছে যে থেমে
শেষে এসে অবশেষে
এলে তুমি ভালোবেসে
পেয়ে তোমার ভালোবাসা, সুখের ছায়া এলো আমার জীবনে নেমে।
----------------------------------------------
**কেন এত হতাশা**
----------------------------------------------
কেন এত হতাশা?
কেন এত হতাশা?
বাস্তবতার ভিড়ে কল্পনাগুলো ভাসা ভাসা
চারদিকে অন্ধকার, চারদিকে নিরাশা।
আছে চিন্তা সর্বনাশা!
কেন এত হতাশা?
কেন এত হতাশা?
কেন এত হতাশা?
কেন এত হতাশা?
নিভে গেল জীবনের সব আশা
দুর্বিষহ জীবনে শুধু দুর্দশা।
নেই কোন ভরসা!
কেন এত হতাশা?
কেন এত হতাশা?
কেন এত হতাশা?
কেন এত হতাশা?
ফিরবে সুদিন, ফিরবে ভালোবাসা
রাখো বিশ্বাস, করো প্রত্যাশা।
দূরে ঠেলো হতাশা
এই হোক জীবনের ভাষা
এই হোক জীবনের ভাষা।।