শেষ;
বেলার আপ্রাণ চেষ্টা
মেটাতে অতৃপ্ত তেষ্টা
হতে চায় পথদ্রষ্টা
                   করতে স্মরণীয় নিজেকে।

ভালো যার;
শেষ বেলার কাজ
মূল্যায়ন করবে সমাজ
মুছবে অতীতের লাজ
                    সম্মান পাবে মন থেকে।

সব;
হবে সত্য সুন্দর
তৃপ্ত হবে অন্তর
মিলবে সুনাম সত্বর
                   পাবে কর্মের প্রতিফল।

ভালো তার;
সমাজ-সংসারে অবস্থান
বেড়ে যাবে সম্মান
হবে মানুষ কীর্তিমান
                  শেষে এসে সফল।




**শেষ ভালো যার, সব ভালো তার**