শোনো হে কান্তা,
হবেনা আর দেখা
শত কবিতা;
হবেনা আর লেখা।
অস্পষ্ট ভাগ্য রেখা!
অজানা নীড়ে,
হারিয়ে যাবো আমি,
হাজারো ভিড়ে;
খুঁজবে জানি তুমি
হারিয়ে কিছু দামি।
অবহেলায়,
আমাকেই হারালে।
শেষ বেলায়,
গুরুত্বটা বুঝলে;
যখন অন্তরালে!
তখনই খুঁজলে।