সামনে রয়েছে নতুন আশা
রয়েছে আদর এবং ভালোবাসা।
মানব জীবনে রয়েছে সুখ এবং দুঃখ
জীবনে দাম নেই, যারা অশিক্ষিত এবং মূর্খ।
দুনিয়াটা তাসের ঘর
কেউ আপন, কেউ পর।
কেউ আসে, কেউ যায়
সবাই কি জীবনে সবকিছু পায়?
দুঃখের পরে রয়েছে সুখ
এ কারণে আশায় বাঁধো বুক।
দুনিয়াতে যারা মরে
পারবো কি আমরা তাদের ধরে?
মানব জীবনে তাদেরকে দিতে হবে ছেড়ে
একদিন সবাইকে যেতে হবে পরপারে।
মানব জীবন দুঃখ যন্ত্রণায় জর্জরিত
তাই বলে কি জীবনের সব কাজ রবে স্থগিত?
পথে আসবে বিপদ নেমে
সে জন্য কি জীবন থাকবে থেমে?
তাই জীবন নিরন্তর চলে ছোটে
জীবনে কিছু উন্নতি যদি কপালে জোটে।
মেঘের আড়ালে সূর্য যেমন দেয় উঁকি
তেমনি দুঃখের আগুনে পুড়ে জীবন হয় সুখী।
এজন্য জীবনে নতুন আশা রাখো অফুরন্ত
পূরণে থাকো সব সময় চলন্ত।