ভাঙ্গি দেয়াল
বিভেদের আছে যা
করি দূর বৈষম্য।

একতাবদ্ধ
হয়ে থাকবো মোরা
গড়ে তুলবো সাম্য।