**রূপসী ললনা**
----------------------------------------------
রূপসী ললনা;
                   তুমি আমার ভাবনা,
                   আমার চিন্তা চেতনা।
                   তুমি আছো ভালোলাগায়
                   তুমি আছো ভালোবাসায়।
          তোমায় নিয়ে বাঁধবো সুখের ঘর,
                   তা কি তুমি জানো না?

প্রেয়সী ললনা;
                 আমার ভালোবাসার ললনা,
                তুমি আমার প্রতিটি কাজের অনুপ্রেরণা।
              বন্ধু হয়ে এসেছিলে, থাকবে চিরসাথী হয়ে!
               থাকবে পাশে আমার যেকোনো দুঃসময়ে।

তোমাকেই শুধু ভালোবাসি,
           রাগ করো না আমার সাথে
রেখো সর্বদা মুখে হাসি।

প্রিয়তমা আমার, প্রিয়সাথী আমার
           তুমি রূপসী ললনা,
চিরকাল পাশে থাকবে
           কখনো ভুলে যেওনা ‌।
----------------------------------------------
**প্রেম তুমি (লিমেরিক)**
----------------------------------------------
প্রেম তুমি স্বর্গীয় সুখ, অন্তরের দারুন অনুভূতি
প্রেম তুমি দুটি হৃদয় এক হয়ে থাকার প্রতিশ্রুতি
প্রেম তুমি সুখের সুবাস
কখনোবা তুমি সর্বনাশ
প্রেম তুমি কষ্ট-যাতনা, হারিয়ে ফিরে পাবার আকুতি।