শুষে নিয়ে
সব রক্ত
রক্তচোষা
গ্রাস করছে সমাজ
কাজ শেষে
টুঁটি চেপে
করে বন্ধ
জনতার আওয়াজ।
রক্তচোষা
খাচ্ছে লুটে
চেটেপুটে
অসহায়ের সম্পদ
চুপ থেকে
সহ্য করে
কষ্টে ভোগে
নিরুপায় জনপদ।
উড়ে এসে
জুড়ে বসা
রক্তচোষা
সমাজের জন্য ত্রাস
ছলে বলে
হেসে খেলে
বুঝে শুনে
করবে সবকে গ্রাস।
--------------------------------------------
**কৃতজ্ঞতা জানাই এই আসরের শ্রদ্ধেয় কবি মুহাম্মদ মনিরুজ্জামানকে, যিনি এই কাব্য কাঠামো উদ্ভাবন করেছেন।
**মজাক্ষরা সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।