তিন চাকার গাড়ি নিয়ে, প্যাডেল ঘুরাচ্ছে সে অবিরত
রোদ বৃষ্টি করে উপেক্ষা, ছুটছে সে প্রতিনিয়ত।
কত যাত্রী, দিবা রাত্রি উঠছে তার রিক্সায়
অলিগলি হয়ে পার, গন্তব্যে সে ছুটে যায়।
মাথার ঘাম পায়ে ফেলে, সকাল থেকে সন্ধ্যা ছুটাচ্ছে সে রিক্সা
কিছু যাত্রী ভাড়া নিয়ে করে টালবাহানা, পায়না সে ন্যায্য হিস্যা।
ভাড়ায় খাটে সে রিক্সা, উপার্জনের ভাগ পায় মহাজন
কায়ক্লেশে সংসার চলে তার, করে মানবেতর জীবনযাপন।
শিক্ষার আলো জুটেনি কপালে, জানেনা সে অতশত নিয়ম-নীতি
ছোট্ট অপরাধে ভোগে বিরাট শাস্তি, হায়রে নিয়তি!
কখনো যাত্রী, কখনো ট্রাফিকপুলিশ, করছে তাকে প্রহার
হজম করে অসহনীয় গালাগাল, পায়না সঠিক বিচার।
জীবনযুদ্ধে সে থেমে থাকার পাত্র নয়,করছে হালাল উপার্জন
পরিবারের মুখে হাসি ফোটাতে, সুখ শান্তি দিচ্ছে বিসর্জন।
অভাব, অনটনের সংসারে রিক্সাই তার একমাত্র হাতিয়ার,
রোগে-শোকে নুয়ে পড়েনা সে, আপন মনে চালায় রিক্সা, সয়ে নিয়ে শত অত্যাচার।
--------------------------------------------
কিছু কথা:-
অনেকের রিক্সাওয়ালাদের নিয়ে নেগেটিভ এক্সপেরিয়েন্স আছে। আমার নিজের ও আছে। তবে আমাদের মাথায় রাখতে হবে সব জায়গাতেই ভালো, খারাপ আছে। আমার এই ছোট্ট প্রয়াস সৎ, সহজ, সরল রিক্সাওয়ালাদের জীবন নিয়ে।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।