রাতের আকাশে আজ রূপবতী, লাবণ্যময়ী পূর্ণিমার চাঁদ
জাগালো মনে শিহরণ, ভুলিয়ে দিলো সকল দুঃখ-বিষাদ
তোমার আলোয় জগত আলোকিত
তোমার সৌন্দর্যে সবাই বিমোহিত
জড়িয়ে নিলে স্নিগ্ধতার মায়াবী পরশে, দিলে আনন্দ নিখাদ।