প্রতিবাদের সাহস গেছে যে হারিয়ে;
হারিয়েছি ভাষা, হয়ে গেছি ঘরকুনো।
চোখের সামনে যাই অন্যায় এড়িয়ে,
পায়ে শিকল, মুখেও তালা আটকানো।
কী দরকার সেধেই ঝামেলা বাড়ানো?
অন্যায় দুর্নীতিতেই আছিতো দাঁড়িয়ে।
নেই দরকার মোর মস্তিষ্ক ঘামানো;
নিজের চিন্তায় চলি নিজেকে বাঁচিয়ে।

দেয়ালে ঠেকেছে পিঠ, দাঁড়াই যে ঘুরে!
জাগিয়ে তুলি হারানো মনুষ্যত্ববোধ,
অন্যায়ের বিপরীতে গড়ি প্রতিরোধ;
প্রতিবাদ প্রতিরোধ গড়ি উচ্চ স্বরে।
অন্যায়ের প্রতিবাদ করি সাধ্যমত,
উপড়িয়ে ফেলি কালো ব্যাধি আছে যত।

--------------------------------------------
*অন্ত্যমিল--
কখকখ, খকখক, গঘ, ঘগ, ঙঙ