হে মোর প্রিয়া,
কখনো হারিয়ে যেওনা।

ভালোবাসি তোমায় আমি
            অনেক অনেক,
তুমি আমার ভালোবাসা
          তুমি যে লাখে এক।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি
         বাঁধবো সুখের ঘর,
যেওনা হারিয়ে কভু
         থেকো সারাজীবন ভর।

কতটা যে ভালোবাসি
          পারবোনা আমি বোঝাতে,
তোমায় ছেড়ে একটা দিনও
           পারবোনা আমি থাকতে।

প্রিয়া আমার প্রিয়া
         ছেড়ে যেওনা আমায়,
বাঁচতে পারবোনা আমি
         যদি হারিয়ে ফেলি তোমায়।